রাঙ্গামাটির প্রতিনিধি
বাঘাইছড়ি মারিশ্যা জোন ২৭ বিজিবি পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে কাচালং দাখিল মাদ্রাসার এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়৷
রবিবার (১৬ মার্চ) বিকালে উক্ত মাদ্রাসা প্রাঙ্গণে ইফতার বিতরণ করেন সীমান্ত পরিবার কল্যাণ সমিতি(সীপকস) উপ-শাখা মারিশ্যা-এর সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম।
ইফতার বিতরণ শেষে তিনি জানান, সীমান্ত পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে বিভিন্ন সময় মানবিক কর্মসূচি পালিত হয়ে থাকে, শীতার্থদের মাঝে শীত বস্ত্র, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী, দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী সহ অবহেলিত মানুষের জন্য উদ্যোগ নেয়া হয়ে থাকে এবং এধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এসময় মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, জোনের দায়িত্ব প্রাপ্ত অফিসার সহ কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
কমেন্ট করুন