বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন(৩২)কে গভীর রাতে দৌড়ে ধরলেন পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মাদক মামলা রয়েছে বলে জানান থানা পুলিশ।
(২০ সেপ্টেম্বর ২০২২) মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন এস আই আব্দুল জব্বার।
পুলিশ জানান,মঙ্গলবার দিবাগত রাতে বুড়িচং থানার ওসি মারুফ রহমানের নির্দেশনায় এসআই আব্দুল জব্বার এর নেতৃত্বে বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর গ্রামের ৫ মামলার আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনকে ধরতে অভিযান পরিচালনা করে।এসময় পুলিশের উপস্থিতি টেড় পেয়ে ওই আসামি রাতের অন্ধকারে ধান ক্ষেতের উপর দিয়ে দৌঁড়ে সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে ধরে ফেলে।এসময় পুলিশকে সার্বিকভাবে সহযোগীতা করেন গ্রাম পুলিশ সুভাস দাস। আটক করা আসামি বিল্লাল হোসেন বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর নোয়াপাড়ার মোসলেম মিয়ার ছেলে।
উক্ত আসামিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে বুড়িচং থানার পুলিশ।