রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে।
১৬ মার্চ রোববার সকালে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি খামারপাড়া তৈমিদুং এলাকায় ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তুু) গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম নির্মল চাকমা। সে ইউপিডিএফ-এর পরিচালক ও চিফ কালেক্টর বলে নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে।
সূত্রে জানা যায়, রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি এলকায় সশস্ত্র অস্ত্রধারীদের মধ্যে গোলাগুলি ও বন্দুক যুদ্ধে চলাকালে এতে ঘটনাস্থলেই মারা যায় ইউপিডিএফের চিফ কালেক্টর নির্মল চাকমা। জনগণের নিরাপত্তার স্বার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাবাহিনী জোরদার করা হয়েছে। ঘটনার পর জনসাধারণের মধ্যে পরিস্হিতি থমথমে ও আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থল গিয়ে নিহত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানা যায়।
কমেন্ট করুন