বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের জন্য অনুরোধ করছেন উপজেলা প্রশাসন বাঘাইছড়ি । ইসলামী শরীয়াহ মোতাবেক সংগৃহিত যাকাতের অর্থ আর্ত মানবতার সেবা,বঞ্চিত অভাবগ্রস্হ মানুষের কল্যানে লক্ষো দরিদ্র মেধাবী ছাত্র – ছাত্রীদের শিক্ষা সহয়াতা,দরিদ্র জনগনের জন্য স্বাস্থ্য ও চিকিৎসা সেবা,মানবিক সহায়তা সহ বিভিন্নমুখী কার্যক্রম পরিচালনা করছে সরকারি যাকাত ফান্ড। তার দ্বারা বাহিগতায় উপজেলার সক্ষম ব্যক্তিগন দেশ বিদেশে অবস্থানরত তারা সরকারি যাকাত ফান্ড নামে বাঘাইছড়ি সোনালী ব্যাংক লিমিটেড যার হিসাব নং ৫৪০১৫০২০০০৬১৬ নাম্বারে টাকা প্রদান করতে পারবেন।
কমেন্ট করুন