বাঘাইছড়ি প্রতিনিধি:
সিমান্তে শান্তি শৃংখলা ও সম্প্রীতি উন্নয়নকে প্রাধন্য দিয়ে খাগড়াছড়ি জেলার বিজিবি সেক্টরের আওতাধীন বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন সদরে হেডম্যান কার্বারী ও স্থানীয় গণমান্য ব্যক্তিদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৫৪ বিজিবি ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল মহিউদ্দিন, পিএসসি।
এতে উপস্হিত ছিলেন সাজেক ইউনিয়ের চেয়ারম্যান আলাতুল চাকমা, সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য অনিত্য ত্রিপুরা, সাংবাদিক ওমর ফারুক সুমন, সাংবাদিক সোহানুর রহমান, সাংবাদিক সোহেল রানা, সাংবাদিক আক্তার হোসেন স্থানীয় হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীরা ও সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সীমান্ত এলাকার পাহাড়ি দুর্গম জনপদের জনসাধারণের জীবন মান উন্নয়নে স্বাস্থ্য সেবা, শিক্ষা, সুপেয় পানির ব্যবস্থা করা সহ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করা হয়। একই সাথে সম্প্রতি পাহাড়ের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবির। কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে উম্মুক্ত আলোচনা করা হয়।
এ সময় বাঘাহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মহিউদ্দিন, পিএসসি বলেন, ‘সীমান্তে শান্তি শৃংখলা রক্ষার পাশাপাশি বিজিবি বিওপি ও সদর ব্যাটালিয়নে অধিনস্ত এলাকার নানান জনগোষ্ঠীর মানুষের সুখে- দুঃখে পাশে থেকেছ ৫৪ বিজিবি। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় দুর্গম সিমান্ত এলাকায় স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সুপেয় পানির ব্যবস্থা করা হবে।’ পাশাপাশি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে হবে বলে জানান তিনি।
লেঃ কর্ণেল মহিউদ্দিন আরো বলেন, ‘সম্প্রতি সাজেকের অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয় জনগোষ্ঠী, ব্যবসায়ী সহ পর্যটন ব্যবসার সাথে জড়িত সকলের ব্যাপক ক্ষতি হয়েছে৷ বিজিবির পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে। পাশাপাশি সাজেকে পানির উৎস ও পানি সংরক্ষণের জন্য চৌবাচ্চা নির্মান করার উদ্যেগ নেওয়া হবে। ’
সাজেকে একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে তিনি বলেন, ‘সাজেকে পরবর্তী স্থানপনা নির্মাণে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা যেতে পারে। সাজেকে একটি ফায়ার সার্ভিস স্টেশন থাকলে ক্ষতিও অনেক কম হতো।’ জনগুরুত্বপূর্ণ বিবেচনায় বিষয়টি সরকারের নজরে আনতে সকলের সহযোগিতা চান তিনি।
কমেন্ট করুন