কুমিল্লায় সুলতানপুর বিজিবি কর্তৃক মাদক ও অবৈধ মালামাল উদ্ধার।
স্টাফ রিপোর্ট :
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৪৮,৮৪,৭৫০/- টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ০৩ নভেম্বর ২০২৪ হতে ০৫ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮,৮৪,৭৫০/- (আটচল্লিশ লক্ষ চুরাশি হাজার সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। তন্মধ্যে জব্দকৃত ভারতীয় হুইস্কি ১৯৮ বোতল, বিয়ার ২৫ বোতল, গাঁজা ০৬ কেজি, ফেন্সিডিল ০৫ বোতল, ইয়াবা ট্যাবলেট ৪০০০ পিস, শাড়ি ১২৭ পিস, বাঁজি ৬০০ পিস, ডারোবিন মলম ৪৫৮৫ পিস, টুথ পেস্ট ৬৪ পিস, মুভ ক্রীম ৮৪০ পিস,বাংলাদেশী স্কুটার ০১টি, বাংলাদেশী অটোরিক্সা ০১টি ।
সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করে।
কমেন্ট করুন