সোনাগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজনের মধ্যে ১৭ লাখ ৬৬ হাাজার টাকা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ।।
স্টাফ রিপোর্টার।।
ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৯০ পরিবারের মধ্যে ১৭ লাখ ৬৬ হাজার টাকা প্রদান করে বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন। স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগীতায় আজ ৩ অক্টোবর জেলার সোানগাজীর নবাবপুরে আমিরাবাদ ভবানী চরন লাহা স্কুল এন্ড কলেজে ১৫১ পরিবার ও গতকাল ২ অক্টোবর মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয়ে ১৩৯ পরিবারের মধ্যে স্বাস্থ্য উপকরণ ও নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৬ হাজার ৯০ টাকা করে বিতরণ করা হয়।
নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: জহিরুল আলম উপকরণ নিতে আসা লোকজনকে ত্রাণ কাজের স্বচ্ছতা ও জবাবদিহীতার কথা উল্লেখ করে যে কোন অভিযোগের জন্য সংগঠন ও দাতা সংস্থার সাথে যোগাযোগের পরামর্শ দেন। সংগঠনের সীমাবদ্ধতার উল্লেখ করে তিনি বলেন ইউনিয়নের সকল লোকজনই ক্ষতিগ্রস্থ যারা সহযোগীতা পেয়েছেন এবং যারা পান নাই সবাই সন্তষ্ট থাকবেন। পরিষদ থেকে সকলের জন্য সেবা উম্মুক্ত বলে তিনি জানান। বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছা সেবক নিপা আক্তার, হৃদয়, মোতাহার, আপন, শামীমা, গোলাম ফারুক, হাসান কবির, আবদুল হাকিম, মঙ্গলকান্দির সমাজ সেবক ফজলুল হক বাবু, উপজেলা সমন্বয়কারী সাঈদুর ও মাকসুদ, বাদশা মিয়া এবং প্রকল্প সমন্বয়কারী মো: মিজানুর রহমান।
কমেন্ট করুন