ডেস্ক রিপোর্ট:
৪ মে বুধবার সন্ধ্যায় দাউদকান্দিতে শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি পাঠাগারের উদ্যোগে স্থানীয় ৩ তরুণ ডাক্তারকে সম্মাননা প্রদান করা হয়।
উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে অবস্থিত উক্ত পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামধন্য কবি ও কলামিস্ট মোঃ সৈকত হাবীব।
বিশেষ অতিথি ছিলেন, মুক্তি মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী ডাঃ মোঃ মোজাম্মেল হক, এইচ এম মোহন, ডাঃ মোঃ গোলাম মোস্তফা, মোঃ রুহুল আমীন ভুঁইয়া,’সৃষ্টি’র সভাপতি মোঃ শফিকুল ইসলাম, জিয়ারকান্দি ইউপি সদস্য মোঃ আশরাফ হোসেন, গৌরীপুর ইউপি সদস্য মোঃ রুবেল আহম্মদ,
সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও ‘সৃষ্টি’র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম স্বপন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ এখলাছুর রহমান মুন্সী।
অনুষ্ঠানে ডাঃ মোঃ এনামুল হকের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা কবি আব্দুর রাজ্জাক।
সম্মাননা প্রাপ্তরা হলেন, মানবিক ডাক্তার খ্যাত তরুণ চিকিৎসক ডাঃ মোঃ কাউসার খান (এমবিবিএস), বর্তমানে তিনি গৌরীপুর নিউ মেডিনোভা হসপিটালে সপ্তাহে ৪ দিন এবং ঢাকার একটি খ্যাতনামা হসপিটালে ২ দিন চিকিৎসা সেবা প্রদান করেছেন।
ডাঃ শারমিন ইসলাম লিজা (এমবিবিএস) বর্তমানে তিনি আমেরিকার একটি প্রাইভেট হসপিটালে প্রাকটিস করছেন ও ডাঃ ফারহানা ইসলাম মৌসুমী (এমবিবিএস) বর্তমানে তিনি গৌরীপুর ইউনিটি হসপিটাল এন্ড ট্রমা সেন্টারে চিকিৎসা সেবা প্রদান করছেন ।
এসময় এলাকার সুধীজন ও বিভিন্ন সামাজিক- মানবিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ডাঃ মোঃ কাউসার খান পেশা জনিত কারণে ঢাকায় অবস্থান করায় তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন, ‘সৃষ্টি’ সংগঠনের সভাপতি ডাঃ মোঃ সফিকুল ইসলাম ।
কমেন্ট করুন