1. shahalom.socio@gmail.com : admin :
  2. banglarmukh71@gmail.com : admin1 :
  3. dainikamaderpahar@gmail.com : দৈনিক আজকের পাহাড় : দৈনিক আজকের পাহাড়
এতিম সন্তানদের নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন গৃহবধূ আসমা - দৈনিক আজকের পাহাড়
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাজেকে আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে দাড়িয়েছে বিজিবি বাঘাইছড়িতে অসহায় নারীদের মাঝে উপজেলা প্রশাসনের সেলাই মেশিন বিতরণ বাঘাইছড়ি উপজেলায় ২ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত মারিশ্যা জোন ২৭ বিজিবি ১১ বান ঢেউ টিন বিতরণ বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা প্রতিবেদন ভারতীয় মিডিয়ার দীঘিনালায় যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার বাঘাইছড়িতে চার নেতা স্ব-পদে পূর্ণ বহাল দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার বাঘাইছড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ৪ নং ওয়ার্ড পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির দীঘিনালায় পর্যটক অপহরণের অভিযোগে একনারীসহ গ্রেফতার ৪ আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের পাশে ২৭ বিজিবি মারিশ্যা জোন

এতিম সন্তানদের নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন গৃহবধূ আসমা

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২৭১ বার পড়া হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

দুই এতিম সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন নোয়াখালীর গৃহবধূ আসমা আক্তার। দু’বেলা দু’মুঠো ভাত জোগাড় করাই কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অর্থের অভাবে হিফজ বিভাগের অধ্যয়নরত ছাত্র মোঃ মামুনের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিম নরোত্তমপুর গ্রামের চৌকিদার বাড়ির খোরশিদ আলমের মেয়ে আসমা আক্তার। ২০১২ সালে একই বাড়ির আমির হোসেনের পুত্র মোঃ মানিকের সাথে তার বিয়ে হয়।

মানিকের বাবা দিনমজুর। দেড় শতাংশের একটি ঘর ছাড়া আর কিছুই নেই। মানিকরা চার ভাই ও চার বোন। ছোট একটি জরাজীর্ণ ঘরে গাদাগাদি করে অমানবিকভাবে জীবন কাটাচ্ছেন তারা, ঘরের বেড়াও ঠিকভাবে নেই।

আসমা কিভাবে বসবাস করছে তা সরজমিনে গিয়ে দেখা ছাড়া অনুভব করা সম্ভব নয়। বর্তমান যুগে এভাবে বসবাস এবং মানবেতর জীবন যাপন খুব একটা খুঁজে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

মানিক কুমিল্লার একটি বেসরকারি সুতা ফ্যাক্টরিতে চাকরি করে সংসার পরিচালনা করে আসছিলেন। ২০১৭ সালে দুর্ভাগ্যজনকভাবে সুতার ফ্যাক্টরিতে দুর্ঘটনার কারণে তার একটি হাত কেটে ফেলে দেয় চিকিৎসকরা। কোম্পানী চিকিৎসার খরচ দিলেও তার জন্য কোনো অনুদান দেয়নি।

বাড়ি এসে পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছিল মানিক। নিরুপায় হয়ে এক হাত দিয়ে অতিকষ্টে সে ব্যাটারি চালিত একটি রিকশা চালিয়ে কোনোভাবে সংসার পরিচালনা করে আসছিল।

এর মাঝে চলতি বছরের ২৬ সেপ্টেম্বর রাতে মানিক স্ট্রোক করে মারা যান। তাদের বড় সন্তান মোঃ মামুন (৯) পাশের মীরওয়ারীশপুর গ্রামের জামিয়া রহমানিয়া হাফিজিয়া মাদরাসায় হিফজু বিভাগের ছাত্র। সে মাদরাসায় বোর্ডিং এ থাকে, মাসে দুই হাজার টাকা পড়ালেখা খরচ বাবদ দিতে হয়।

মেয়ে সাজেদা আক্তার (৫) নরোত্তমপুর মহিলা ইসলামী জ্ঞানের ভবন মাদরাসার ছাত্রী। আসমা একই এলাকায় একটি সংস্থার পরিচালিত আদর্শ নুরানী তালিমুল কুরআন শিক্ষায় মহিলাদের প্রশিক্ষণ দেন। এতে তিনি মাসে দুই হাজার এক শ’ টাকা পান। এই হলো তার মাসে একমাত্র উর্পাজন। এই টাকা দিয়ে তিনি ছেলের মাদরাসা খরচ দিবে নাকি খাবেন, তা বুঝতে পারছেন না।

আসমা জানান, সন্তাদের মুখের দিকে তাকিয়ে চক্ষুলজ্জায় ভিক্ষাও করতে পারছেন না তিনি। অভাবের তাড়নায় ছেলে-মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে।

তিনি তার কমলমতি দুই সন্তানের জন্য সমাজের সহৃদয় বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা
বিকাশ নম্বর-০১৮৫০৯৪৩৭৬৫ (আসমা আক্তার)

শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন