কক্সবাজারের সংঘর্ষের ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে।
কক্সবাজারের সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সবুক্তাগিন মাহমুদ সোহেল বিবিসি বাংলাকে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেছেন, তার শরীরে থেতলে যাওয়া আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ বোঝা যাবে।
আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম শিহাব কবির নাহিদ।
নিহতের পিতা সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তার ছেলে বিমান বাহিনীর গুলিতে মারা গেছেন।
কমেন্ট করুন