রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পবিত্র মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৪.৩০ টায় জামায়াতে ইসলামী রাজস্থলী শাখার উদ্যোগে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী রাজস্থলী উপজেলা শাখার সেক্রেটারি মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় এবং আমির মৌলভী ফরিদ আহম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহম্মদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলার সেক্রেটারি মোঃ মনছুরুল হক, কাপ্তাই উপজেলা শাখার আমীর মো: হারুনুর রশীদ এবং রাজবিলা ইউনিয়নের সভাপতি মাওলানা ফরিদ হোসাইন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে আইনের শাসনের বাস্তবায়ন চায়। ইসলামী শরিয়াহ ভিত্তিক একটি আদর্শ সমাজ গঠন করতে আমরা সবসময় চেষ্টা করে এসেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ জামায়াতে
ইসলামীকে মুল্যবান ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনবেন সেই আশা ব্যক্ত করেন তারা। এছাড়া সম্প্রতি ধর্ষণের ঘটনায় আছিয়া নামের এক শিশু মৃত্যুর ঘটনার দ্রুত বিচার দাবি করেন।
কমেন্ট করুন